Pishach (পিশাচ)

কোনো এক অদৃষ্ট শক্তি
অবাস্তব মিথ্যে ভাবমূর্তি
বিকৃত এক অনুভূতি
দৃষ্টি বিভ্রম অশরীরী
কষ্টের অস্তিত্বের বাস্তবতা
অন্ধ কুঠরির পরিত্রাতা
অজ্ঞাত এক অশরীরী
প্রতিহিংসায় দগ্ধ খুনী 
একাকিত্বের এই জীবন
নেই ঘুম নেই মন নেই স্বপন
রক্তের তৃষ্ণায় অবিনশ্বর
নর পিশাচের ঈশ্বর
এসো মোর কাছে চেয়ে দেখো
জীবনের সব স্বপ্ন তুমি আমার সাথে
স্বপ্ন তোমার সব সত্য হবে
যদি শুধু বল যাবে আমার সাথে
আমার চোখের মাঝে চেয়ে দেখো
চেয়ে দেখো তোমার প্রতিচ্ছবি
ধ্বংস প্রাপ্ত প্রতিশ্রুতি 
মুক্তির কামনার অনুরাগী 
মোহাচ্ছন্ন রক্তিম বর্ণ
রক্তেই জীবন রক্তেই মরণ ।