ধর্ষিত জীবন

নিশ্চুপ আধারের মাঝে
ডুবে যায় কত হাহাকার
ভীত কত চোখে ফুটে উঠে
মুক্তির প্রার্থনা

শাসক আর শোসকের লেহন
একে যায় খালি ক্যানভাসে ক্লোরন
দুঃস্বপ্নের কিছু জঠর জ্বালা
মৃত স্বপ্নের নিশ্ফল কান্না

জানতে কেউ পারবেনা কখনো
কুকরে থাকা কত আর্তনাদ
কেড়ে নিয়ে যায কেন ওরা
তাদের সরলতা

নিক্ষিপ্ত টমাহক মিসাইল
গুড়িয়ে দেয়, কত সভ্যতা
নিয়ে যায় তেল, দিয়ে যায় রক্ত
জ্বলে পুড়ে মিশে ছাই কত বাগদাদ

স্বপ্ন গুলো পঙ্গু আজ
মানু্ষের অসহায় বেচে থাকা
মিথ্যে আলোর হাত ছানিতে
ধর্ষিত জীবন

ধোয়ার রাজ্যে আগুনের ঝড়
মানুষ মৃত্যুকে খোজে
পরোয়া করেনা দানবে
নিজের জীবন

হানাদারের পাশাবিক উল্লাসে
আকাশ যেন, রক্তে রাঙ্গানো
আর কত দিন দাসত্যের জীবন
দলে দলে উঠে রব মুক্তি চাই ।