নরকের প্রহরী
সমগ্র সভ্যতা জুরে, অরাজকতা বিশৃঙ্খলা
শান্তির নামে, আজ এখানে, শয়তানের লিলাখেলা
রক্ষাকারীর খোলসে যারা, হয়ছে পরিত্রাতা
দেব দূত নয়, স্বর্গীয় দূত নয়, ওরা সব নরকের প্রহরী
প্রেত-ভূমির ন্যায় জীবন, নর পিশাচের শাষন
নিম্নভূমির অধিবাসী মোরা, বিষন্ন ভাগ্নোত্সাহ
নিরঙ্কুশ, ক্ষমতাপন্ন, ব্যাক্তি মোদের, অদৃ্ষ্ট প্রভূ
রক্ষাকারীর খোলসে যারা, হয়ছে পরিত্রাতা
দেব দূত নয়, স্বর্গীয় দূত নয়, ওরা সব নরকের প্রহরী
নরকের প্রহরী……………নরকের প্রহরী………………
প্রতিহিংসা পরায়ন জীবন, ক্ষমতার পদ লেহন
রক্ষাকারীর খোলসে যারা, হয়েছে পরিত্রাতা
দেব দূত নয়, স্বর্গীয় দূত নয়, ওরা সব নরকের প্রহরী
নরকের প্রহরী নরকের প্রহরী নরকের প্রহরী নরকের প্রহরী ।
|