প্রতিবোধ

মিথ্যা অঙ্গীকারে মানুষ
কেন আজ প্রতারিত
অবাস্তাব সত্যের প্রতিমূর্তি
প্রতারক শাষকের বাস্তবায়ন

শেষ হবে কবে এই দুঃসপ্ন
নিরপরাধ, নিরীহ মানুষের কষ্ট ভোগ
প্রতারনা, মিথ্যা অঙ্গীকারের কালোরাত

দুঃসময়ে যখন, কাটছে জীবন
হাহাকারের, নেই প্রান্তভাগ

সময় এসেছে আবার
অন্যায়ের সাথে যুদ্ধ করার
রুখে দারাও সমগ্র জাতী
হাটাও সব ক্ষমতা লোভী

৭১ এর স্বাধীনতার চেতনা বোধ
জাগীয়ে তোল, নিজের বুকে
হারিয়ে যেতে দিয়না
শত শহিদের, উত্সর্গ

দুঃসময়ে যখন, কাটছে জীবন
হাহাকারের, নেই প্রান্তভাগ

মানুষের জন্য মানুষের বলিদান
এটাই জীবন, বাস্তব, নিয়ম

শেষ হবে কবে এই দুঃসপ্ন
নিরপরাধ, নিরীহ মানুষের কষ্ট ভোগ
প্রতারনা, মিথ্যা অঙ্গীকারের কালোরাত

দুঃসময়ে যখন, কাটছে জীবন
হাহাকারের, নেই প্রান্তভাগ
আবার কবে, সূর্য উঠবে
কেটে যাবে দুঃসপ্নের মেঘ ।